মাদারগঞ্জের ভুরভুরে বিলের উপর ব্রীজ নির্মাণের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
মোঃ আলমগীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি:-
জামালপুরের মাদারগঞ্জের ভুরভুরে বিলের উপর একটি ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় জোনাইল বাজারের প্রধান সড়কে জোনাইল-মোসলেমাবাদ মৌত্রিক সংযোগ সড়ক। জোনাইল ফকির বাড়ী সংলগ্ন ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

জানা গেছে ৩৫ বছরের পুরোনো রাস্তা ব্রীজ না থাকায় অকেজো হয়ে আছে। ব্রীজটি হয়ে গেলে এ রাস্তাটি দিয়ে কয়েক গ্রামের প্রায় ২০ হাজার মানুষ যাতায়াত সুবিধা পাবে।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন সমবায় সমিতির টাকা উদ্ধার সহায়ক কমিটির আহবায়ক শিবলুল বারী রাজু, অন্যান্যদের মধ্যে তাহেরুল ইসলাম, মুহাম্মদ হামিদুর রহমান, আকাশ আকন্দ, ফরিদ মিয়া প্রমূখ।
বক্তারা জোনাইল ফকির বাড়ী টু মোসলেমাবাদ এলাকার প্রায় ২০ হাজার মানুষের ভোগান্তি লাঘবে ভুরভুরে বিলের উপর একটি ব্রীজ নির্মাণের জোর দাবী জানান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫