|
প্রিন্টের সময়কালঃ ২৮ ডিসেম্বর ২০২৫ ০৭:১৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ ডিসেম্বর ২০২৫ ০৭:৪৮ অপরাহ্ণ

নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে: মির্জা ফখরুল


নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে: মির্জা ফখরুল


ঢাকা, ২৩ ডিসেম্বর – বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নির্বাচন বিলম্বিত করা বা বানচালের চেষ্টা দেখা দিয়েছে। তিনি মঙ্গলবার বিকেলে চীনের মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডেইলি স্টার আয়োজিত ‘নির্বাচন ডায়লগ’ অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
 

মির্জা ফখরুল বলেন, “বিএনপি একটি নির্বাচনমুখী দল। আমরা সব সময় স্বাধীন ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের ভবিষ্যৎ ঠিক করতে চাই। তবে দেশের রাজনৈতিক কাঠামো পরিবর্তনের প্রয়োজন রয়েছে। এজন্য বিএনপি ‘ভিশন-২০৩০’ ঘোষণা করেছে। ক্ষমতায় এলে আমরা ৩১ দফার মধ্যে দেশের উন্নয়ন, অর্থনীতি ও সমাজে স্বয়ংসম্পূর্ণ পরিকল্পনা বাস্তবায়ন করব। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের পরিস্থিতি স্থির হবে এবং জনগণ স্বস্তিতে থাকবে।”
 

তিনি আরও বলেন, “মব তৈরি করেই গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। গণতন্ত্র চর্চার মাধ্যমে প্রতিষ্ঠা পায়। বিএনপি এতটা দেউলিয়া হয়নি যে ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করতে হবে।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫