প্রিন্ট করুন
প্রকাশকালঃ
৩০ আগu ২০২৩ ০৫:০৬ অপরাহ্ণ
|
৫০৩ বার পঠিত
অভিনেত্রী সোহিনী সরকার ও রণজয় বিষ্ণুর সম্পর্ক ভাঙার কথা গত বছর শোনা যায়। যদিও সে সময় তাদের সম্পর্কে চিড় ধরা নিয়ে দুজনের কেউই কোনো কথা বলতে রাজি ছিলেন না।
অবশেষে দীর্ঘ চার বছরের সম্পর্ক ভেঙে দিলেন সোহিনী ও রণজয়। নতুন সম্পর্কে জড়ানোর কারণে সম্পর্ক ভেঙে দিলেন সোহিনী সরকার ও রণজয়। জানা যায়, সোহিনীর সঙ্গে নাকি তার কোনো সহ-অভিনেতার নাম জড়িয়েছে।
অন্যদিকে রণজয় বিষ্ণুর সঙ্গে ছোট পর্দার এক অভিনেত্রীর নাম জড়িয়েছে। সোহিনী বা রণজয় কেউ এখনই এ বিষয়ে কথা বলতে চাননি। লকডাউনের সময় তারা লিভ ইন করতেন। দুজনের দুই বাড়িতেও দুজনের অবাধ যাতায়াত ছিল।
কিন্তু শেষ পর্যন্ত মান-অভিমান, ঝগড়ার পাহাড় ডিঙিয়ে তারা আর এক হলেন না। কয়েক দিন ধরেই যে ফিসফাস শোনা যাচ্ছিল, সেটা নাকি সত্যি। সোহিনী সরকার বর্তমানে ওয়েব সিরিজ, সিনেমা মিলিয়ে একের পর এক প্রজেক্টে কাজ করে চলেছেন।