জবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু আগস্টের শেষে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ আগu ২০২৩ ০২:০০ অপরাহ্ণ   |   ৩৫১ বার পঠিত
জবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু আগস্টের শেষে

গন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগস্টের শেষ সপ্তাহে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। 

আজ রবিবার (২০ আগস্ট) বিকালে মুঠোফোনে এসব কথা বলেন তিনি। উপাচার্য বলেন, আমরা খুব শিগগিরই ক্লাস শুরু করব। সামান্য কিছু কাজ প্রক্রিয়াধীন রয়েছে এজন্য একটু বিলম্ব হচ্ছে। তবে আগস্টের শেষের দিকে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরো বলেন, আমরা ডিন কমিটির মিটিংয়ের পরে চূড়ান্ত তারিখ ঘোষণা করতে পারব। কিন্তু সেপ্টেম্বরে নয় আগস্টের শেষের দিকেই নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে বলে নিশ্চিত করেছেন ভিসি।