চারঘাটে বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম আব্দুস সালামের দোয়া মাহফিল অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ ডিসেম্বর ২০২৫ ০৭:৫১ অপরাহ্ণ   |   ৩১ বার পঠিত
চারঘাটে বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম আব্দুস সালামের দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

মো. শফিকুল ইসলাম | রাজশাহী ব্যুরো

রাজশাহীর চারঘাট উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম আব্দুস সালাম এবং মরহুম কামরুজ্জামান ঝড়ুর স্মরণে দোয়া মাহফিল ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টায় চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুরে আয়োজিত এ দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক এবং রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনে ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত নেতা আবু সাঈদ চাঁদ। আরও উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, ভায়ালক্ষীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাজী আমিনুল ইসলাম।

এছাড়া রাজশাহী জেলা খালেদা জিয়া–তারেক রহমান মুক্তি পরিষদের সাধারণ সম্পাদক শামীম রানা সুমন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জিল্লুর রহমান, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালাম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আকবর হোসেন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুর রহমান, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আসকর আলী ও সাধারণ সম্পাদক সিদ্দিক আলীসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ডাকরা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসানও এ সময় উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে আবু সাঈদ চাঁদ বলেন, মরহুম আব্দুস সালাম ও কামরুজ্জামান ঝড়ু ছিলেন অত্যন্ত মানবিক ও সমাজসেবামূলক ব্যক্তিত্ব। তারা জীবদ্দশায় সবসময় গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি আরও বলেন, তাদের পরিবারের প্রতি তার বিশেষ নজর থাকবে এবং ভবিষ্যতে জনপ্রতিনিধি নির্বাচিত হলে গরিব-দুঃখী মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়াবেন, ইনশাআল্লাহ।

দোয়া মাহফিল শেষে মরহুমদের কবর জিয়ারত করা হয় এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।