|
প্রিন্টের সময়কালঃ ২৮ ডিসেম্বর ২০২৫ ০৭:১৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ ডিসেম্বর ২০২৫ ০৬:৪৭ অপরাহ্ণ

দীঘিনালায় কমিউনিটি লার্নিং সেন্টারের উদ্যোগে মাঠ দিবস উদযাপন


দীঘিনালায় কমিউনিটি লার্নিং সেন্টারের উদ্যোগে মাঠ দিবস উদযাপন


ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে কমিউনিটি লার্নিং সেন্টারের উদ্যোগে মাঠ দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে দীঘিনালা উপজেলার বানছড়ামুখ হেটম্যান পাড়ায় এ উপলক্ষে মাঠ পর্যায়ে একটি কর্মসূচির আয়োজন করা হয়।

মাঠ দিবসে কৃষকদের বিষমুক্ত কৃষি চাষ পদ্ধতি ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়। এতে অংশ নেওয়া কৃষকরা নিরাপদ ও পরিবেশবান্ধব কৃষি উৎপাদন বিষয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন।

অনুষ্ঠানে খাগড়াছড়ি তৃণমূল উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ব্যবস্থাপক সুইচিঅং মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।

মুক্ত আলোচনায় কৃষক ইমেচ চাকমা ও তুহিনা চাকমা বলেন, তৃণমূল উন্নয়ন সংস্থার দেওয়া বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে তারা প্রকৃতি থেকে পাওয়া নিম গাছের রস, বিভিন্ন লতাপাতা ও গোবর ব্যবহার করে জৈব সার তৈরি করে জমিতে প্রয়োগ করছেন। এতে কোনো ধরনের কীটনাশক ব্যবহার না করায় উৎপাদন খরচ কমছে এবং ফলনও ভালো হচ্ছে। পাশাপাশি তাদের উৎপাদিত সবজির বাজারে চাহিদাও বৃদ্ধি পেয়েছে।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, মাঠ দিবসে সরেজমিনে কৃষকদের জমি পরিদর্শন করে দেখা গেছে, তারা সম্পূর্ণ বিষমুক্ত ও প্রাকৃতিক উপায়ে চাষাবাদ করছেন। রাসায়নিক সার ও কীটনাশক পরিহার করে গোবর ও গাছের নির্যাস থেকে তৈরি জৈব সার ও প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হচ্ছে। এতে একদিকে মানুষের স্বাস্থ্যঝুঁকি কমছে, অন্যদিকে নিরাপদ সবজি গ্রহণের মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে। এ পদ্ধতি দেখে আশপাশের আরও কৃষক এ ধরনের চাষে উদ্বুদ্ধ হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মাঠ দিবসে বানছড়ামুখ হেটম্যান পাড়ার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন স্তরের কৃষকরা অংশ নেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫