কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদককারবারি সন্দেহে ৫ জন আটক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ নভেম্বর ২০২৫ ০৪:৫২ অপরাহ্ণ   |   ১০১ বার পঠিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদককারবারি সন্দেহে ৫ জন আটক

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মাদক কারবারি সন্দেহে পুলিশ শুক্রবার রাতে ৫ জনকে আটক করেছে। তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, কস্টেপ, কাঁচি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
 

রাত প্রায় ৮টা ৪৫ মিনিটে ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেল অফিসার মুনতাসির মামুনের নেতৃত্বে সোনাতলী গ্রামের মোছাঃ জরিনা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে এ আটক করা হয়।
 

আটককৃতরা হলেন:

  • সোনাতলী গ্রামের জরিনা

  • জয়পুরহাটের পাঁচবিবি থানার ভিমরুল গ্রামের আনছারের ছেলে রবিউল

  • দিনাজপুরের হাকিমপুর থানার মধ্যবাসুদেবপুর গ্রামের রশীদের মেয়ে গোলেজান

  • ফুলবাড়ী থানার গুচ্ছগ্রামের শওকত আলীর মেয়ে রুমি

  • রংপুরের বদরগঞ্জ থানার বারুয়া গ্রামের শহিদুলের মেয়ে শাপলা
     

পুলিশ জানায়, তাদের কাছ থেকে একটি হ্যান্ডব্যাগে ৪৮,৩০০ টাকা, ৪টি মোবাইল ফোন, ১৩টি কস্টেপ, ১টি কাঁচি এবং একটি ডিসকভার ১৩৫ মোটরসাইকেল জব্দ করা হয়। যদিও কোনো মাদক পাওয়া যায়নি, জিজ্ঞাসাবাদের সময় তারা তাদের আসার উদ্দেশ্য ও জব্দকৃত আলামতের বিষয়ে সন্তোষজনক জবাব দিতে পারেনি।
 

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল হেলাল মাহমুদ বলেন, “মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলছে। সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
 

স্থানীয়রা পুলিশের এ তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।