যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ ডিসেম্বর ২০২৫ ০১:০৩ অপরাহ্ণ   |   ৪১ বার পঠিত
যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু কাউছার ভূঁঞা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবক কমিটির (পিটিএ) সভাপতি, সুজন (সুশাসনের জন্য নাগরিক) মুরাদনগর উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদের সদস্য বাবুল মুন্সী, বিএনপি নেতা মির্জা শহিদুল হাসান, জামায়াতে ইসলামী নেতা সৈয়দ তৈয়বুর রহমান।

এছাড়া বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক চন্দন চন্দ্র নাহা, আবু কাউছার ভূঁইয়া, মো. জাকির হোসেন, তারেক সোবহান, মো. কামরুল হাসান, শারমিন আক্তার, উম্মে হানি শাকি, তানিয়া আক্তার, সোনিয়া আক্তার ও নূর ফাইজা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন। এ সময় শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।