সাতক্ষীরার শ্যামনগরে দুই রোহিঙ্গা নারীসহ পাচারকারী আটক
প্রিন্ট করুন
প্রকাশকালঃ
১৪ জুলাই ২০২৪ ১০:৩৩ পূর্বাহ্ণ
|
৬৯৯ বার পঠিত
সাতক্ষীরার শ্যামনগরে দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে বিজিবি। গতকাল রবিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সুন্দরবনসংলগ্ন কালিঞ্চি গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। এ সময় আব্দুল্যাহ তরফদার (৪২) নামের এক অভিযুক্ত কে আটক করা হয়। তিনি কালিঞ্চি গ্রামের আকবর হোসেন তরফদারের ছেলে।
এ ব্যাপারে কৈখালী রিভারাইন বর্ডার গার্ড (আরবিজিবি) কম্পানি বিওপি কমান্ডার নায়েক সুবেদার মো. লিয়াকত আলী মোল্যা বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে দুই রোহিঙ্গা নারীকে ভারতে পাচারের খবর গোপনে জানতে পেরে তখনই অভিযান চালানো হয়। এ সময় দুই রোহিঙ্গা নারীসহ পাচারকারী আব্দুল্যাহ তরফদারকে আটক করা হয়। মোটা অঙ্কের টাকায় চাকরির প্রলোভন দেখিয়ে তাঁদের ভারতে পাচার করা হচ্ছিল। তবে দুই নারী ও অভিযুক্ত পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটকদের শ্যামনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।