সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী লতিফ বিশ্বাস গ্রেপ্তার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৫ জানুয়ারি ২০২৫ ০৩:৪০ অপরাহ্ণ   |   ৬৩৩ বার পঠিত
সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী লতিফ বিশ্বাস গ্রেপ্তার

ঢাকা প্রেস,সিরাজগঞ্জ প্রতিনিধি:-

 

সিরাজগঞ্জের বেলকুচিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে।
 

রোববার (৫ জানুয়ারি) দুপুরে বেলকুচি পৌরসভার কামারপাড়া এলাকায় তার নিজ বাসায় এই অভিযান চালানো হয় এবং তাকে আটক করা হয়।
 

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারেক বিষয়টি নিশ্চিত করে বলেন, "আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করা হয়েছে বলে শুনেছি, তবে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।"
 

উল্লেখ্য, আব্দুল লতিফ বিশ্বাস সিরাজগঞ্জ-৫ আসন থেকে ১৯৯৬ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনের পর তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।