৯৯৯ ফোনে খবর দিয়ে ৪৮ কেজি গাঁজা উদ্ধার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৫ নভেম্বর ২০২৪ ০৬:১২ অপরাহ্ণ   |   ৫২১ বার পঠিত
৯৯৯ ফোনে খবর দিয়ে ৪৮ কেজি গাঁজা উদ্ধার

ঢাকা প্রেস,গাজীপুর প্রতিনিধি:-
 

গাজীপুরের কালিয়াকৈরে একজন সচেতন নাগরিকের সাহসী পদক্ষেপে বড় ধরনের একটি মাদক পাচারের চক্র ধ্বংস হয়েছে।
 

সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর থানাধীন বোয়ালিয়া ইউনিয়নের সোনাতলা বাজার থেকে এক ব্যক্তি ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান যে, একটি মাছবাহী মিনিট্রাকে করে বিপুল পরিমাণ মাদক পাচার করা হচ্ছে। এই গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে কালিয়াকৈর থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সোনাতলা বাজারের উত্তর পাশে রাস্তার ওপর দাঁড়ানো একটি মিনি ট্রাক তল্লাশি করে। তল্লাশির সময় পুলিশ ৩ টা কার্টন থেকে মোট ৪৮ কেজি গাঁজা উদ্ধার করে এবং মানিক ও রবিন নামে দুইজন ব্যক্তিকে গ্রেপ্তার করে।

এই ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।