অবশেষে দিল্লি গেলেন মেজর হাফিজ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৪ ডিসেম্বর ২০২৩ ০৫:০১ অপরাহ্ণ   |   ৩৯৭ বার পঠিত
অবশেষে দিল্লি গেলেন মেজর হাফিজ

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ ভারতের রাজধানী নয়াদিল্লি গেছেন। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এয়ার ইন্ডিয়া বিমানে করে রাজধানীর শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেছেন তিনি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেছেন, হাঁটুতে অস্ত্রোপচার করতে মেজর (অব.) হাফিজ উদ্দিন দিল্লি গেলেন। আগামী ১৬ ডিসেম্বর দিল্লির ফোরর্টিস হাসপাতালে তার হাঁটুতে অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

এর আগে গত মঙ্গলবার স্ত্রী দিলারা হাফিজ উদ্দিন আহমেদসহ তার ভারত যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানবন্দর ইমিগ্রেশন হাফিজ উদ্দিন আহমেদকে যেতে দেয়নি। তখন তার স্ত্রী ভারত যান। পরে বুধবার হাফিজ উদ্দিন তাকে বিদেশ যেতে বাধা দেওয়ার বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করেন।

এরই মধ্যে আজ তিনি দিল্লি গেলেন।