উৎসবমুখর পরিবেশে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ জানুয়ারি ২০২৬ ০৬:৪৪ অপরাহ্ণ   |   ৩৯ বার পঠিত
উৎসবমুখর পরিবেশে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

 


শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশে কুমিল্লার মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনায় দিনব্যাপী এ আয়োজন বিদ্যালয় প্রাঙ্গণকে পরিণত করে আনন্দ-উচ্ছ্বাসের মিলনমেলায়।

 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। দৌড়, লং জাম্প, উচ্চ লাফসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলকভাবে অংশ নিয়ে তাদের ক্রীড়া নৈপুণ্যের পরিচয় দেয়। বিকেলে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান। তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তোলে। নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব ফেলে।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।

 

শিক্ষক তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন, তামজীদ নেওয়াজ, মামুন ভূঁইয়াসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীদের নৃত্য, সংগীত ও আবৃত্তি পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সৃজনশীল বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।