|
প্রিন্টের সময়কালঃ ২৮ ডিসেম্বর ২০২৫ ১০:৫৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ ডিসেম্বর ২০২৫ ০৬:১৭ অপরাহ্ণ

নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে


নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে


নিরাপত্তা ঝুঁকিতে থাকা রাজনীতিবিদসহ অন্তত ২০ জন ব্যক্তিকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া হয়েছে। আক্রান্ত হওয়া দৈনিক প্রথম আলোডেইলি স্টার-এর সম্পাদকদেরও গানম্যান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
 

সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যারা হিটলিস্টে রয়েছেন বা নিরাপত্তা ঝুঁকিতে আছেন, তাদের আমরা গানম্যান দিয়েছি। ডিজিএফআই, এনএসআই ও এসবি সমন্বিতভাবে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের তালিকা করেছে। সেই তালিকা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, কয়েকজন ব্যক্তি ব্যক্তিগত কারণে গানম্যান নিতে আগ্রহী হননি।
 

তিনি বলেন, এ পর্যন্ত প্রায় ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে। তবে এই ২০ জনের সবাই রাজনীতিবিদ কি না—এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে তিনি রাজি হননি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫