|
প্রিন্টের সময়কালঃ ২৯ ডিসেম্বর ২০২৫ ০২:১০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ ডিসেম্বর ২০২৫ ১২:১৭ অপরাহ্ণ

মাদারগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


মাদারগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


মোঃ আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর জেলা প্রতিনিধি:-


 

জামালপুরের মাদারগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলা পরিষদের সভাকক্ষ ‘যমুনা’তে এই সভার আয়োজন করা হয়।
 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম খালেকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আনোয়ার হোসেন, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ এবং মাদারগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলামসহ অন্যান্যরা।
 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদারগঞ্জ উপজেলা কমপ্লেক্স কেন্দ্রীয় জামে মসজিদের মুহতামিম শাহাদাত হোসেন।
 

আলোচনা সভায় ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণ করা হয় এবং তাঁদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
 

এ সময় সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিওসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫