|
প্রিন্টের সময়কালঃ ২৯ জানুয়ারি ২০২৬ ০৭:১২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ জানুয়ারি ২০২৬ ০৩:৫৯ অপরাহ্ণ

চর রাজিবপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত মোখলেছুর রহমান


চর রাজিবপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত মোখলেছুর রহমান


স্টাফ রিপোর্টার, রাজিবপুর (কুড়িগ্রাম):

 

 

কুড়িগ্রামের চর রাজিবপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক মোখলেছুর রহমান। সম্প্রতি প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তাকে এ পদে নির্বাচিত করা হয়।

 

নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশনের মাধ্যমে তিনি স্থানীয় পর্যায়ে সুনাম অর্জন করেছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন।

 

সভায় প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, নবগঠিত কমিটির প্রতিটি সদস্য পেশাদার সাংবাদিকতা, নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অঙ্গীকারবদ্ধ। চর রাজিবপুরের বাস্তব চিত্র, সমস্যা ও সম্ভাবনা দেশবাসীর সামনে তুলে ধরতে প্রেসক্লাব সম্মিলিতভাবে কাজ করবে। একই সঙ্গে অন্যায়, দুর্নীতি ও অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার থাকার পাশাপাশি উন্নয়ন, শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা জানান।

 

তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, মোখলেছুর রহমানের দক্ষ নেতৃত্ব ও সাংগঠনিক সক্ষমতায় চর রাজিবপুর প্রেসক্লাব আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণে কার্যকর ভূমিকা পালন করবে।

 

দায়িত্ব গ্রহণের প্রতিক্রিয়ায় মোখলেছুর রহমান বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সর্বোচ্চ চেষ্টা করব। প্রেসক্লাবের সকল সদস্যকে সঙ্গে নিয়ে পেশাদার ও সত্যনিষ্ঠ সাংবাদিকতা চর্চা অব্যাহত রাখতে চাই।”

 

এ উপলক্ষে স্থানীয় সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬