|
প্রিন্টের সময়কালঃ ০১ জানুয়ারি ২০২৬ ০৭:০৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ জানুয়ারি ২০২৬ ০২:৪৯ অপরাহ্ণ

নতুন বছরে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা


নতুন বছরে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা


ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি:



নতুন বছরে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থী'রা।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকাল থেকে খাগড়াছড়ি শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ জেলার বিভিন্ন বিদ্যালয়ে অ-আনুষ্ঠানিক ভাবে এ বছর বই বিতরণ করা হয়।


 


 

শিক্ষার্থী নতুন বছরের নতুন বই পেয়ে অনেক উচ্ছ্বাসিত /খুশী। শিক্ষার্থী আনাস মাহমুদ ও মো. মনাফ জানায়, নতুন বছরের প্রথম দিন আজ। তার মধ্যে নতুন  বই পেয়েছে তারা। নতুন বই পেয়ে দারুণ ভালো লাগতেছে।  

 


 

নতুন বই পেয়ে তাদের মতো অন্য শিক্ষার্থীরাও উচ্ছ্বসিত, আনন্দিত। 
 

সন্তানের সাথে অভিভাবক মা আনুচিং মারমা সন্তোষ প্রকাশ করেন। বর্তমান সরকার ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন।
 

সকালে সরেজমিনে শহরের পাঁচটি বিদ্যালয়ে ঘুরে দেখা গেল। বিদ্যালয় গুলো হলো খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ি টিএনটি গেইট সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগড়াছড়ি শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগড়াছড়ি মিউনিসিপ্যাল  উচ্চ বিদ্যালয়।
 

এসব প্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে, সব বিদ্যালয়ের শিক্ষক জানান এবছরের তারা শতভাগ নতুন বই পেয়েছে। পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাতৃভাষার বইও পেয়েছেন তারা। এবং বেশিরভাগ শিক্ষার্থীর হাতে নতুন বই দিতে পেরেছেন এবছর।
 

শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভিন জানান, এবছর তাদের বিদ্যালয়ের জন্য নতুন বছরে ক্ষুদ্র - নৃগোষ্ঠীদের মাতৃভাষার বই সহ শতভাগ পেয়েছেন। এবং শিক্ষার্থীদের মাঝে প্রায় ৮০শতাংশ বই বিতরণ করতে পেরেছেন। বই পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাসিত এবং আনন্দিত। 
 

বর্তমান সরকার চাই কোনো শিশুই যেন শিক্ষার অধিকার থেকে ঝরে না হয়। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। একদিন হয়তো সে দেশের উন্নয়ন ভূমিকা রাখবে। দেশের জন্য কাজ করে যাবেন শিক্ষার্থীরা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬