খিলগাঁও সড়কে পুলিশ সদস্য নিহত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ জানুয়ারি ২০২৬ ০৩:৩৩ অপরাহ্ণ   |   ৪০ বার পঠিত
খিলগাঁও সড়কে পুলিশ সদস্য নিহত

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশের নায়েকমো.রুবেল হক নিহত হয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। 

সে সময়ে তিনি ডিউটি শেষে নন্দিপাড়া বাসায় ফিরছিলেন। 

রুবেলের বাড়ি সিরাজগঞ্জ সদর কান্দারপাড় এলাকার মো. মুনসুর সর্দার ও জেলেকা বেগম এর ছেলে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত রুবেল রাজারবাগে কর্মরত ছিলেন। সে সেখানে থেকে ডিউটি শেষে মোটরসাইকেল চালিয়ে তার নন্দিপাড়া বাসায় ফিরার পথে খিলগাঁও ফ্লাইওভারে কার্ভাডভ্যান চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে প্রাণ হারায়। 

তিনি আরও বলেন, ঘটনার পর পর চালক গাড়ি ফেলে পালিয়ে যায় । পরে গাড়িটি জব্দ করে থানায় নেওয়া হয়। চালক কে আটক করার চেষ্টা করা হচ্ছে।