আমির খানের ছেলে জুনায়েদ খান ২৬ কেজি ওজন কমিয়ে বলিউডে অভিষেক!

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৬ জুন ২০২৪ ০৪:৫২ অপরাহ্ণ   |   ২৭১ বার পঠিত
আমির খানের ছেলে জুনায়েদ খান ২৬ কেজি ওজন কমিয়ে বলিউডে অভিষেক!

বলিউড সুপারস্টার আমির খানের পুত্র জুনায়েদ খান চলতি মাসেই বলিউডে অভিষেক করবেন। এরজন্য পুরোপুরি প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। কমিয়েছেন ২৬ কেজি ওজন। পিংকভিলার প্রতিবেদন অনুযায়ী, জুনায়েদ খান এমাসেই অভিনেতা হিসেবে অত্মপ্রকাশ করছেন। ‘মহারাজ’ শিরোনামের একটি সিনেমায় দেখা যাবে জুনায়েদকে। পর্দায় বাবার মতোই পারফেক্টভাবে নিজেকে উপস্থাপন করতেই একেবারে ২৬ কেজি ওজন ঝড়িয়েছেন তিনি।

 

ইতোমধ্যে প্রকাশিত ‘মহারাজ’ সিনেমার পোস্টারে ওজন কমানোর কারণে জুনায়েদের লুকই বদলে গেছে। ‘মহারাজ’-এ একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে তাকে। ১৮৬১ সালের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘মহারাজ’ সিনেমাটি পরিচালনায় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। জুনায়েদ ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন— জয়দীপ, শালিনি পান্ডে, শর্বরী প্রমুখ। ১৪ জুন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘মহারাজ’।