|
প্রিন্টের সময়কালঃ ৩০ জানুয়ারি ২০২৬ ০৯:৩০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ জানুয়ারি ২০২৬ ০৬:২৭ অপরাহ্ণ

আ.লীগ–সংশ্লিষ্ট টেলিগ্রাম ও ফেসবুক পেজের এডমিন আটক


আ.লীগ–সংশ্লিষ্ট টেলিগ্রাম ও ফেসবুক পেজের এডমিন আটক


ডেস্ক নিউজ-ঢাকা প্রেস

 

 

চাঁদপুরের শাহরাস্তিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর দায়ে একটি টেলিগ্রাম ও ফেসবুক পেজের এডমিনকে আটক করেছে পুলিশ।

 

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে “আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক” নামে পরিচালিত একটি টেলিগ্রাম চ্যানেল ও ফেসবুক পেজের এডমিন জাহাঙ্গীর হোসেন তালুকদারকে (৫০) আটক করা হয়। পুলিশের দাবি, এসব কার্যক্রম দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা বিঘ্নিত করার আশঙ্কা তৈরি করেছিল।

 

আটক জাহাঙ্গীর হোসেন তালুকদার শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আফাজ মিস্ত্রী বাড়ির বাসিন্দা। তিনি মৃত আব্দুল মালেকের ছেলে।

 

পুলিশ সূত্র জানায়, সংশ্লিষ্ট টেলিগ্রাম ও ফেসবুক পেজে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে যৌথ এডমিনশিপে কনটেন্ট প্রচার করা হচ্ছিল। এর মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চলছিল বলে দাবি করা হয়।

 

আরও জানানো হয়, জাহাঙ্গীর হোসেন তালুকদার এর আগেও নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গত বছরের ২৩ জুন শাহরাস্তি উপজেলার দক্ষিণ টামটা ইউনিয়নের ওয়ারুক স্টেশন বাজার এলাকায় নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও সরকারবিরোধী বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।

 

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, “আটক ব্যক্তি দীর্ঘদিন ধরেই গোয়েন্দা নজরদারিতে ছিলেন। তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও কনটেন্ট যাচাই-বাছাই চলছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬