দেশকে সুন্দর করে গড়ে তোলার আহ্বান তারেক রহমানের

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ ডিসেম্বর ২০২৫ ০৫:৪৯ অপরাহ্ণ   |   ৩৮ বার পঠিত
দেশকে সুন্দর করে গড়ে তোলার আহ্বান তারেক রহমানের

নতুন প্রজন্মের হাত ধরে দেশকে সুন্দর ও আধুনিক করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

সোমবার বিকেলে দীর্ঘ ১৭ বছর পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে তারেক রহমান নয়াপল্টন কার্যালয়ে পৌঁছালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ১৭ বছর পর প্রিয় নেতাকে সামনে পেয়ে হাজার হাজার নেতাকর্মী স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন। 

কার্যালয়ে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় উপস্থিত ছিলেন দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

নয়াপল্টন কার্যালয়ে প্রবেশের পর তারেক রহমান সরাসরি তাঁর জন্য নির্ধারিত চেম্বারে যান এবং দলীয় নেতাদের সাথে কুশল বিনিময় করেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আসুন আমরা যার যার অবস্থান থেকে আমাদের এই সুন্দর দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। আপনারা আপনাদের সেই প্রচেষ্টা অব্যাহত রাখুন।

এ সময় তিনি নেতাকর্মীদের ধৈর্য ধরার পরামর্শ দেন এবং সাধারণ মানুষের যাতে চলাচলে কোনো দুর্ভোগ না হয়, সেদিকে খেয়াল রেখে রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, আজ আমাদের কোনো পূর্বনির্ধারিত কর্মসূচি নেই, তাই আপনারা স্বাভাবিকভাবে ফিরে যান। আমরা পরে কর্মসূচি দেব এবং তখন বিস্তারিত কথা হবে।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর তিনি গুলশান কার্যালয়ে অফিস করলেও আজই প্রথমবারের মতো দলীয় প্রধান কার্যালয় নয়াপল্টনে পা রাখলেন। তাঁর এই আগমনকে কেন্দ্র করে দলের তৃণমূল পর্যায়ে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এর আগে গত ২৭ ডিসেম্বর তিনি ঢাকা-১৭ আসনের ভোটার হন এবং আজই এই আসনসহ বগুড়া-৬ আসন থেকে তাঁর নির্বাচনী মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।