সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ অক্টোবর ২০২৩ ০৪:৪৬ অপরাহ্ণ   |   ৪৫৯ বার পঠিত
সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শনিবার (২১ অক্টোবর) এটি উদ্বোধন করেন তিনি। এরপর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবীদের মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

এতে সভাপতিত্ব করেন আইনমন্ত্রী আনিসুল হক। এতে বিশেষ অতিথি থাকার কথা ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। তার অনুপস্থিতিতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 

শনিবার সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাতে শরীক হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।