রাষ্ট্রীয়ভাবে খালেদা জিয়ার দাফন, সাধারণের প্রবেশ নিষিদ্ধ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩০ ডিসেম্বর ২০২৫ ০৪:৪১ অপরাহ্ণ   |   ৩৮ বার পঠিত
রাষ্ট্রীয়ভাবে খালেদা জিয়ার দাফন, সাধারণের প্রবেশ নিষিদ্ধ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামীকাল বুধবার বিকেল সাড়ে তিনটায় রাষ্ট্রীয়ভাবে দাফন করা হবে।

শহীদ জিয়াউর রহমানের মাজারে খালেদা জিয়াকে রাষ্ট্রীয়ভাবে দাফন করা হবে। দাফনের সময় অতিরিক্ত ভিড় এড়াতে সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

দাফনের আগে বিকেল ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার নামাজ আদায় করা হবে। জানাজার নামাজে আগত জনসাধারণ কোনো ব্যাগ বা ভারী সামগ্রী বহন করতে পারবেন না।