চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির আরও সাফল্য, বিপুল পরিমাণ মাদক উদ্ধার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ জানুয়ারি ২০২৬ ০৩:৩৫ অপরাহ্ণ   |   ৩৪ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির আরও সাফল্য, বিপুল পরিমাণ মাদক উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে অভিযান অব্যাহত রেখেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। দেশের যুবসমাজকে মাদকাসক্তির হাত থেকে রক্ষায় বিজিবি সদস্যরা দিন-রাত নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
 

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ১ জানুয়ারি ২০২৬ ভোররাত আনুমানিক ৩টার দিকে তেলকুপি বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮০/১-এস থেকে প্রায় ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছিয়াত্তর বিঘা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
 

পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে টহলদল একটি প্লাস্টিকের বস্তা থেকে মালিকবিহীন ২ হাজার ৮৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ‘টেনসিওইন (TENSIWIN)’ এবং ফেনসিডিলের বিকল্প ২৪ বোতল নেশাজাতীয় ‘চোকো প্লাস (Choco+)’ সিরাপ উদ্ধার করে।
 

উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
 

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।