|
প্রিন্টের সময়কালঃ ২৮ ডিসেম্বর ২০২৫ ১০:৫৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ ডিসেম্বর ২০২৫ ০১:০৪ অপরাহ্ণ

বড়াইগ্রামে ব্যবসায়ী অপহরণ ও নির্যাতনের অভিযোগ: অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন


বড়াইগ্রামে ব্যবসায়ী অপহরণ ও নির্যাতনের অভিযোগ: অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন


সুরুজ আলী, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

 

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় উজ্জ্বল শেখ নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে নির্মমভাবে নির্যাতন ও অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বনপাড়া পৌর যুবদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম প্রিন্সের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার।
 

রোববার (১৪ ডিসেম্বর) সকালে বনপাড়া পৌর শহরের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উজ্জ্বল শেখের ছোট ভাইয়ের স্ত্রী। তিনি বলেন, উজ্জ্বল শেখ দীর্ঘদিন ধরে বনপাড়া বাজারের সেডঘরে কসাই হিসেবে মাংসের ব্যবসা করে আসছেন। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন এবং বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গেও তার কোনো সম্পৃক্ততা নেই।
 

লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, বনপাড়া পৌর যুবদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম প্রিন্স ও তার সহযোগী সরদারপাড়ার সোহেল এবং মহিষভাঙ্গার সুমন দীর্ঘদিন ধরে উজ্জ্বল শেখের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় গত ১৩ ডিসেম্বর দুপুরে ব্যবসায়িক কাজে নগদ ৭০ হাজার টাকা নিয়ে বাজারে যাওয়ার পথে তাকে অপহরণ করা হয়। পরে তাকে অমানবিকভাবে নির্যাতন করে সঙ্গে থাকা অর্থ ছিনিয়ে নেওয়া হয়।
 

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে গুরুতর আহত অবস্থায় উজ্জ্বল শেখ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় দ্রুত মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার অভিযুক্ত চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। এ সময় উপস্থিত ছিলেন উজ্জ্বল শেখের মা ফাতেমা বেগম, বড় বোন মনোয়ারা মুন্নি, ভাগ্নি আশা খাতুনসহ পরিবারের অন্যান্য সদস্যরা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫