ই-রিটার্নে যুক্ত হবে ব্যাংকিং তথ্য: এনবিআর চেয়ারম্যান
ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান জানিয়েছেন, আগামী বছর থেকে ই-রিটার্ন ব্যবস্থায় ব্যাংকিং তথ্য অন্তর্ভুক্ত করা হবে।
রোববার (২১ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘আয়কর রিটার্ন দাখিল সাপোর্টিং বুথ’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেন, “আয়কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও সহজ করতে আগামী বছর থেকে ই-রিটার্নে ব্যাংকিং তথ্য যুক্ত করা হবে। একই সঙ্গে রিটার্ন দাখিলের জন্য প্রয়োজনীয় মোবাইল ও ওয়েব অ্যাপস তৈরি করা হবে।”
তিনি আরও বলেন, “রাজস্ব আয়ের ক্ষেত্রে তথ্যের কারচুপি এক বড় বাধা। অনলাইনে রিটার্ন জমা দিলে সরকারের আয় বৃদ্ধি পাবে এবং প্রক্রিয়াটি আরও নির্ভরযোগ্য হবে।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫