মোহাম্মদপুর জোড়া খুন: পিচ্চি হেলালসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৯ অপরাহ্ণ   |   ৭৬৭ বার পঠিত
মোহাম্মদপুর জোড়া খুন: পিচ্চি হেলালসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা প্রেস নিউজ

 

রাজধানীর মোহাম্মদপুরে দুই যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে।
 

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় মোহাম্মদপুরের রায়ের বাজার সাদিক খান আড়তের সামনে দুই গ্রুপের সংঘর্ষে নাসির ও মুন্না নামের দুই যুবককে কুপিয়ে জখম করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়।
 

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানিয়েছেন, এই ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। মামলার অন্যান্য আসামিরা হলেন রাহুল (২২), শাহরুখ (২৩), রয়েল (২৫), পারভেজ (২৩) ও ইমন ওরফে অ্যালেক্স ইমন (২৭)। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
 

পুলিশ সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের পেছনে দুই গ্রুপের আধিপত্য বিস্তারের বিষয়টি কাজ করতে পারে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে।