কুড়িগ্রামে জাসাসের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ ডিসেম্বর ২০২৪ ১২:১৬ পূর্বাহ্ণ   |   ২৫০ বার পঠিত
কুড়িগ্রামে জাসাসের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

ঢাকা প্রেস

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রামে জাসাসের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষ্যে শুক্রবার বিকালে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এসে মিলিত হয়।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলা জাসাসের আয়োজনে র‌্যালি শেষে বেলুন উড়িয়ে দিয়ে কেক কেটে দিবসটির সূচনা করেন।

 

এরপর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য ঘোষিত কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা।

 

এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা জাসাসের আহ্বায়ক জাকির হোসেন। মোঃ আহসান হাবিব সজিবের সভাপতিত্বে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম জেলা জাসাসের সাবেক সভাপতি বিএনপি নেতা আলতাফ হোসেন ও কুড়িগ্রাম জেলা জাসাসের সদস্য সচিব মোঃ নুরজামাল বাহাদুর প্রমুখ।