নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে কাজ করছে র‌্যাব: মহাপরিচালক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ আগu ২০২৫ ০৬:৫৮ অপরাহ্ণ   |   ১১৭ বার পঠিত
নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে কাজ করছে র‌্যাব: মহাপরিচালক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার মাধ্যমে নির্বাচনমুখী পরিবেশ তৈরির প্রক্রিয়ায় কাজ করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান র‌্যাবের মহাপরিচালক (ডিজি) ও অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান।
 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বর্তমান সময়ে আমাদের প্রস্তুতি মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের ওপর ভিত্তি করে। নির্বাচনের দিন ঘনিয়ে এলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব বণ্টন হবে। এরপর সেই নির্দেশনার আলোকে আমরা কাজ করব।”
 

র‌্যাব মহাপরিচালক আরও জানান, বাহিনীর সদস্যদের আইন ও বিধিবিধান বিষয়ে ইনহাউস প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “এ মুহূর্তে নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আমাদের মূল লক্ষ্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখা।”