|
প্রিন্টের সময়কালঃ ২৯ ডিসেম্বর ২০২৫ ১২:৩০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ ডিসেম্বর ২০২৫ ০৭:৩৫ অপরাহ্ণ

পতেঙ্গায় মর্মান্তিক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু, বিভিন্ন মহলের শোক


পতেঙ্গায় মর্মান্তিক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু, বিভিন্ন মহলের শোক


নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সি-বিচ রোডের চরবস্তি এলাকায় রোববার ভোররাতে এক মর্মান্তিক দুর্ঘটনায় ইপিজেড থানা যুবদলের সদস্য সচিব মো. আজিম সোহেল (৩৭) নিহত হয়েছেন।

নিহত মো. আজিম সোহেল বন্দরটিলা এলাকার বাসিন্দা এবং মো. জাহাঙ্গীর সওদাগরের জ্যেষ্ঠ পুত্র। তার অকাল মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

মরহুমের জানাজা নামাজ শেষে আলী শাহ জামে মসজিদ প্রাঙ্গণে শোকবার্তায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন গভীর শোক প্রকাশ করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, “সদা হাস্যোজ্জ্বল ও বিনয়ী এক সিনিয়র যুবদল নেতাকে আমরা হারালাম।”

এছাড়াও পৃথক শোকবার্তায় শোক প্রকাশ করেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ইসরাফিল খসরু, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, ৩৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, নগর বিএনপির সদস্য মো. নুরুজ্জামান কন্ট্রাক্টর, নগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, সাধারণ সম্পাদক মো. শাহেদ, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. এমদাদুল হকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আজ রোববার বাদ জোহর আলী শাহ জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে মহল্লার কবরস্থানে দাফন করা হয়।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫