|
প্রিন্টের সময়কালঃ ২৮ ডিসেম্বর ২০২৫ ১০:৫৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ ডিসেম্বর ২০২৫ ০৭:২৩ অপরাহ্ণ

রুমিন ফারহানার পক্ষে কাল মনোনয়নপত্র তোলার ঘোষণা


রুমিন ফারহানার পক্ষে কাল মনোনয়নপত্র তোলার ঘোষণা


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জমিয়তে উলামায়ে বাংলাদেশের মধ্যে আসন সমঝোতা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।
 

সমঝোতার অংশ হিসেবে চারটি সংসদীয় আসনে বিএনপি প্রার্থী দেবে না। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনও রয়েছে। ফলে এ আসনে বিএনপির কোনো দলীয় প্রার্থী থাকছে না। যদিও এর আগে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা এই আসন থেকে নির্বাচনে আগ্রহ প্রকাশ করেছিলেন।
 

তবে রুমিন ফারহানার কর্মী-সমর্থকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল বুধবার দুপুর ১২টার দিকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে। এদিকে আসন সমঝোতার কারণে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির সমর্থনে নির্বাচনে অংশ নেবেন জমিয়তে উলামায়ে বাংলাদেশের প্রার্থী জুনায়েদ আল হাবিব। তিনি দলীয় প্রতীক ‘খেজুরগাছ’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
 

এর আগে গত শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে আয়োজিত এক মতবিনিময় সভায় রুমিন ফারহানা বলেন, তিনি সরাইল-আশুগঞ্জ আসন থেকেই নির্বাচন করতে চান। সমর্থকরা পাশে থাকলে প্রতীক যাই হোক না কেন, নির্বাচনে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
 

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। এর মধ্যে সরাইল উপজেলার ৯টি ইউনিয়নে ভোটার রয়েছেন ২ লাখ ৮৮ হাজার ৬০৯ জন, আশুগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নে ১ লাখ ৫৩ হাজার ৯৯ জন এবং বিজয়নগর উপজেলার দুটি ইউনিয়নে ভোটার সংখ্যা ৫৭ হাজার ৭৪০ জন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫