|
প্রিন্টের সময়কালঃ ০১ জানুয়ারি ২০২৬ ১০:২৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ জানুয়ারি ২০২৬ ০৬:১৯ অপরাহ্ণ

মাদারগঞ্জে স্বেচ্ছাসেবী ও মানবাধিকার সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


মাদারগঞ্জে স্বেচ্ছাসেবী ও মানবাধিকার সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


মোস্তাফিজুর রহমান, মাদারগঞ্জ প্রতিনিধি:


 

হাড়কাঁপানো শীতে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে জামালপুরের মাদারগঞ্জের ‘মাদারগঞ্জ স্বেচ্ছাসেবী ও মানবাধিকার বিষয়ক সংগঠন’। সম্প্রতি সংগঠনের উদ্যোগে ও দাতা সদস্যদের সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বাড়িতে অনুপস্থিত কিছু অসহায় মানুষের হয়ে তাদের আত্মীয়স্বজন কম্বল গ্রহণ করেন।
 

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি তৌহিদ হাসান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান হারুন এবং সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন হৃদয়ের তত্ত্বাবধানে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়। সার্বিক দিকনির্দেশনায় ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুর রউফ কামরুল মাস্টার।
 

এই মানবিক উদ্যোগে প্রধান আর্থিক সহযোগিতা প্রদান করেন সিঙ্গাপুরপ্রবাসী মো. শিহাব। এছাড়া দাতা সদস্যদের মধ্যে সরকারি চাকরিজীবী রফিকুল ইসলাম হীরা, বিএনপি নেতা আবু বকর সিদ্দিকী, সবুজ ইসলাম ও ছাত্রদল নেতা নাঈম ইসলাম বিশেষ অবদান রাখেন।
 

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন দাতা সদস্য মজনু মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ অপূর্ব, প্রচার সম্পাদক মিলন চৌধুরী, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলমগীর ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজমুল।
 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি তৌহিদ হাসান বলেন, “আর্তমানবতার সেবা করা এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠাই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। তীব্র শীতে অসহায় মানুষগুলো যেন কিছুটা উষ্ণতা পায়, সেই উদ্দেশ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
 

শীতবস্ত্র পেয়ে অসহায় মানুষগুলো সংগঠনের সদস্য ও দাতা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬