খাগড়াছড়ি আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা। তিনি দলটির দক্ষিণাঞ্চলীয় সংগঠক এবং খাগড়াছড়ি জেলার প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রোববার দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
মনজিলা সুলতানা ঝুমা জানান, এনসিপি থেকে তাকে খাগড়াছড়ি-২৯৮ আসনে 'শাপলা কলি' প্রতীক নিয়ে লড়ার জন্য মনোনীত করা হয়েছিল। তার পক্ষে গত ২৪ ডিসেম্বর মনোনয়নপত্রও সংগ্রহ করা হয়েছিল। তবে সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন থাকলেও তিনি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং বিষয়টি ইতোমধ্যে দলের আহ্বায়ককে জানিয়েছেন। তবে ভবিষ্যতে তরুণদের সংসদে যাওয়ার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠন নিয়ে এনসিপির ভেতরে বর্তমানে অস্থিরতা চলছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে এর আগে দলটির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক পদত্যাগ করে তারেক রহমানের প্রতি সমর্থন জানান। এছাড়া ডা. তাসনিম জারা, ডা. তাজনূভা জাবীন এবং মওলানা ভাসানীর নাতি আজাদ খান ভাসানীসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা দল থেকে পদত্যাগ করেছেন। নওগাঁ-৫ আসনের প্রার্থী মনিরা শারমিনও একই কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।