বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক মুক্তি পেয়েছেন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৬ আগu ২০২৪ ০৮:১২ অপরাহ্ণ   |   ৬৪৯ বার পঠিত
বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক মুক্তি পেয়েছেন

ঢাকা প্রেস নিউজ


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিণামে সৃষ্ট সহিংসতার ঘটনায় গ্রেপ্তার বিএনপি ও জামায়াতের শতাধিক নেতা-কর্মী মঙ্গলবার (৬ আগস্ট) জামিনে মুক্তি পেয়েছেন। তাদের মধ্যে বিশিষ্ট বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনও রয়েছেন।

 

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পৃথক বিচারকেরা পৃথক পৃথক আদেশে এই জামিন মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা গেছে, এই ঘটনায় গ্রেপ্তার প্রায় দেড় হাজার আসামির মধ্যে অনেকেই একই দিনে জামিন পেয়েছেন।
 

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মঙ্গলবার সন্ধ্যায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন। তার মুক্তির খবরে হাজার হাজার সমর্থক জেলগেটে ভিড় করে তাকে অভিনন্দন জানান।
 

বিএনপি নেতাদের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানিয়েছেন, এখন পর্যন্ত শতাধিক নেতা-কর্মী জামিন পেয়েছেন এবং অন্যদের জামিন আবেদনের প্রক্রিয়া চলছে।