|
প্রিন্টের সময়কালঃ ২৮ ডিসেম্বর ২০২৫ ০৭:০৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ ডিসেম্বর ২০২৫ ০৬:১০ অপরাহ্ণ

ভারত বাংলাদেশে আগ্রাসী হলে পাকিস্তানের ‘মিসাইল জবাব’ দেওয়ার হুঁশিয়ারি


ভারত বাংলাদেশে আগ্রাসী হলে পাকিস্তানের ‘মিসাইল জবাব’ দেওয়ার হুঁশিয়ারি


অনলাইন ডেস্ক

 

ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো আগ্রাসী পদক্ষেপ নেয়, তাহলে পাকিস্তানের সেনাবাহিনী ও মিসাইল তার জবাব দেবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর এক নেতা। একই সঙ্গে তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন।
 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-এর এক প্রতিবেদনে বলা হয়, পিএমএল-এনের নেতা কামরান সাঈদ উসমানী সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় এসব মন্তব্য করেন।
 

ভিডিও বার্তায় কামরান সাঈদ উসমানী বলেন, ‘ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে হামলা চালায় কিংবা কোনো খারাপ উদ্দেশ্যে বাংলাদেশের দিকে চোখ তোলে, তাহলে মনে রাখতে হবে—পাকিস্তানের জনগণ, সেনাবাহিনী ও আমাদের মিসাইল খুব দূরে নয়।’
 

তিনি আরও বলেন, বাংলাদেশে ‘অখণ্ড ভারত’ চিন্তাধারা চাপিয়ে দেওয়ার যে কোনো প্রচেষ্টা পাকিস্তান মেনে নেবে না। তার দাবি, অতীতেও পাকিস্তান ভারতকে কঠিন পরিস্থিতির মুখে ফেলেছে এবং প্রয়োজনে ভবিষ্যতেও তা করতে দ্বিধা করবে না।
 

উসমানী অভিযোগ করেন, সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশকে উসকানি দিচ্ছে এবং দেশটিকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা চলছে।
 

এ প্রেক্ষাপটে তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সামরিক জোট গঠনের প্রস্তাব দেন। পাশাপাশি বাংলাদেশে পাকিস্তানের এবং পাকিস্তানে বাংলাদেশের সামরিক ঘাঁটি স্থাপনের কথাও উল্লেখ করেন তিনি।
 

বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট গঠিত হলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভূরাজনৈতিক শক্তির ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫