রাজশাহীতে বদলি হলেন গামিনী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ সেপ্টেম্বর ২০২৫ ০১:৫৬ অপরাহ্ণ   |   ১২৬ বার পঠিত
রাজশাহীতে বদলি হলেন গামিনী

ক্রীড়া প্রতিবেদক:-

 

বিসিবির জাতীয় কিউরেটর গামিনী ডি সিলভাকে মিরপুর থেকে রাজশাহীতে বদলি করা হয়েছে। তিনি এখন রাজশাহী শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে কিউরেটরের দায়িত্ব পালন করবেন।
 

গামিনী মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ১৫ বছর ধরে জাতীয় কিউরেটরের দায়িত্বে ছিলেন। ২০১০ সাল থেকে বিসিবিতে কাজ করছেন এই শ্রীলঙ্কান কিউরেটর। ক্রিকেটার ও মাঠকর্মীদের সঙ্গে মাঝে মাঝে উত্তেজনাপূর্ণ আচরণের খবর থাকলেও বছরের পর বছর তিনি এই পদে টিকে ছিলেন।
 

সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত টি২০ সিরিজে মানহীন উইকেট তৈরি করার কারণে গামিনী বিপাকে পড়েন। এরপর বোর্ড মিরপুর থেকে তাঁকে সরানোর সিদ্ধান্ত নেয়। তাঁর স্থলে টার্ফ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান, অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিং নিয়োগ পেয়েছেন এবং বর্তমানে মিরপুরে কাজ করছেন।
 

শ্রীলঙ্কায় ছুটি কাটিয়ে ঢাকায় ফিরে কাজের জন্য অপেক্ষা করছিলেন গামিনী। এবার রাজশাহীতে বদলি হওয়ার মধ্য দিয়ে তাঁর অপেক্ষার অবসান হলো। নতুন ভেন্যুতেই সম্ভবত তিনি এক বছরের চুক্তি মেয়াদ সম্পন্ন করবেন