ইসলামী ব্যাংকে সহিংসতা: ৪ কর্মকর্তা গুলিবিদ্ধ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১১ আগu ২০২৪ ০৩:২০ অপরাহ্ণ   |   ৬২৭ বার পঠিত
ইসলামী ব্যাংকে সহিংসতা: ৪ কর্মকর্তা গুলিবিদ্ধ

ঢাকা প্রেস নিউজ


রাজধানীর ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে রোববার (১১ আগস্ট) সকালে এক ভয়াবহ ঘটনা ঘটেছে। কয়েকশো বহিরাগত ব্যক্তি জোরপূর্বক ব্যাংকে প্রবেশের চেষ্টা করলে বাধা দেওয়ায় ব্যাংকের চারজন কর্মকর্তাকে গুলি করা হয়।

 

গুলিবিদ্ধরা হলেন ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড (ডিজি) শফিউল্লাহ সরদার, অফিসার মামুন, আব্দুর রহমান এবং বাকী বিল্লাহ। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে কয়েকশো ব্যক্তি জামানতবিহীন ও অনিয়মিত লোন কেলেঙ্কারির বিরুদ্ধে বিক্ষোভ করতে শুরু করেন। পরে এস আলম গ্রুপের কর্মচারীসহ প্রায় শতাধিক লোক অস্ত্র নিয়ে ব্যাংকে প্রবেশের চেষ্টা করে। বাধা দেওয়ায় তারা এলোপাতাড়ি গুলি চালায় এবং কর্মকর্তাদের আহত করে।
 

এর আগে, গত বৃহস্পতিবার ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কায়সার আলী পদত্যাগ করেন।