খান দারুস সালাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা জাফর উল্যাহ খানকে সংবর্ধনা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ ডিসেম্বর ২০২৫ ০৭:৫৭ অপরাহ্ণ   |   ৩৭ বার পঠিত
খান দারুস সালাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা জাফর উল্যাহ খানকে সংবর্ধনা

জহিরুল হক খাঁন:

খান দারুস সালাম মাদ্রাসা ও মসজিদের প্রতিষ্ঠাতা জার্মান প্রবাসী জাফর উল্যাহ খানের বাংলাদেশে আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও মধুপুরবাসীর উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা খান মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মধুপুরের শহীদুল ইসলাম বলেন, জাফর উল্যাহ খানের উদ্যোগে খান দারুস সালাম মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠিত হওয়ায় এলাকার শিশুদের দ্বীনি শিক্ষা গ্রহণ এবং মুসল্লিদের নিয়মিত নামাজ আদায়ে ব্যাপক সুবিধা সৃষ্টি হয়েছে। এ অবদানের স্বীকৃতি হিসেবেই এলাকাবাসীর পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

খান দারুস সালাম মাদ্রাসা ও মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি নাহার উল্যাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার কেফায়েত শাকিল।

এলিট প্রোপার্টিজের চেয়ারম্যান মোহাম্মদ হানিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাফর উল্যাহ খানের দুই পুত্র, জার্মান প্রবাসী জাহির উল্যাহ খান ও তাহির উল্যাহ খান।

সংবর্ধনা অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা আজিজুল্লাহ। এ সময় সোনাগাজী প্রেসক্লাবের সাবেক সভাপতি জহিরুল হক খাঁন সজীব, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মধুপুর এলাকার বাসিন্দা ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা জাফর উল্যাহ খানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।