ফেনী-২ আসনে হুমায়ুন পাটওয়ারীর মনোনয়নপত্র দাখিল
জহিরুল হক খাঁন, ফেনী প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন কানাডা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আন্তর্জাতিক মাইগ্রেন্ট ফাউন্ডেশনের মহাসচিব ও মানবাধিকার কর্মী এস এম হুমায়ুন পাটওয়ারী।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ফেনী-২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার জন্য আবেদন করা হয়েছে এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত পরিবর্তনের সুযোগ রয়েছে।
তিনি বলেন, যদিও ফেনীর প্রবীণ নেতা জয়নাল আবেদিন ভিপিকে ইতোমধ্যে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে, তবে তার বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতা ও দীর্ঘদিনের রাজনৈতিক নিষ্ক্রিয়তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করবেন বলে তিনি আশাবাদী।
হুমায়ুন পাটওয়ারী আরও বলেন, “দল যদি পুনর্বিবেচনার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, তাহলে আমার ক্লিন ইমেজ, দলের প্রতি দীর্ঘদিনের আনুগত্য, মানবিক ও সামাজিক কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক পরিচিতি বিবেচনায় নিয়ে আমাকে ফেনী-২ আসনের মনোনয়ন দেওয়া হবে বলে আমি বিশ্বাস করি।”
তিনি বলেন, বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলে ফেনী-২ আসনের জনগণ তার ওপর আস্থা রাখবে এবং জনগণের সমর্থন নিয়েই তিনি বিজয়ী হবেন—এমন প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রবাসে অবস্থান করেও ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, প্রবাসীদের অধিকার আদায় এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষ, শারীরিক ও দৃষ্টিপ্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে তিনি জানান, দলীয় দায়িত্ব পেলে ফেনীর সার্বিক উন্নয়নে তার প্রণীত ১৪ দফা উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫