পটুয়াখালীতে যুবকের আত্মহত্যা, পারিবারিক কলহের ইঙ্গিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫০ অপরাহ্ণ   |   ৬৯৭ বার পঠিত
পটুয়াখালীতে যুবকের আত্মহত্যা, পারিবারিক কলহের ইঙ্গিত

ঢাকা প্রেস
কুয়াকাটা প্রতিনিধি:-


 

পটুয়াখালীর মহিপুরে এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ডালবুগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মনসাতলী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম (১৯) ডালবুগঞ্জের বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পরিবারের সঙ্গে খাবার শেষে রবিউল তার রুমে যায়। তার বাবা-মা পাশের বাড়ি রোগী দেখতে যাওয়ার সময়, রবিউল ঘরের ফ্যানে গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা বাড়ি ফিরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে। আশেপাশের লোকজন জড়ো হয়ে পুলিশকে খবর দেয়।
 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো বিষয় নিয়ে মনোমালিন্যের কারণে রবিউল এই পদক্ষেপ গ্রহণ করেছে।
 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।