মাগুরায় আগ্নেয়াস্ত্রসহ চারজন গ্রেপ্তার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ এপ্রিল ২০২৫ ০৫:৩৩ অপরাহ্ণ   |   ৬৮০ বার পঠিত
মাগুরায় আগ্নেয়াস্ত্রসহ চারজন গ্রেপ্তার

মাগুরা প্রতিনিধি:-

 

মাগুরা সদর উপজেলার মীরপাড়া এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার (২১ এপ্রিল) গভীর রাতে এ অভিযান পরিচালিত হয়।
 

গ্রেপ্তারকৃতরা হলেন—মৌশান শেখ (২৮), পিতা জাহিদ শেখ; শাওন শেখ (২৮) ও নয়ন শেখ (৩০), উভয়ের পিতা বাবু শেখ; এবং তুষার শেখ (৪২), পিতা আহম্মদ শেখ। সকলেই মাগুরা সদর উপজেলার মীরপাড়া এলাকার বাসিন্দা।
 

সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আনন্দ মোস্তফা মিশু জানান, মীরপাড়া গ্রামে মৌশান শেখের বাড়িতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, দুটি অনিনেশন, ১৫ রাউন্ড গুলি, একটি রামদা, একটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল ও দুটি দা উদ্ধার করা হয়েছে।
 

অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের জব্দকৃত অস্ত্রসহ মাগুরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জানা গেছে, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।