|
প্রিন্টের সময়কালঃ ২৯ ডিসেম্বর ২০২৫ ১২:৪৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ ডিসেম্বর ২০২৫ ০৮:৫৬ অপরাহ্ণ

সংস্কার ও রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের প্রশ্নে জামায়াতের সাথে মতের মিল রয়েছে : আখতার


সংস্কার ও রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের প্রশ্নে জামায়াতের সাথে মতের মিল রয়েছে : আখতার


বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন নির্বাচনী জোটে যোগ দেয়া প্রসঙ্গে ন্যাশনাল সিটিজেন পার্র্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সংস্কার ও রাষ্ট্রকাঠামো পুনর্গঠন প্রশ্নে জামায়াতের সাথে মতের মিল বেশি থাকায় তার দল জামায়াতের সাথে নির্বাচনী জোটে যোগ দিয়েছে।

 

জাতীয় নাগরিক পার্টির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, ঐকমত্য কমিশনে সংস্কার প্রশ্নে বিএনপির সাথেই অন্য দলগুলোর মতভিন্নতা পরিলক্ষিত হতো। সেখানে সংস্কারের পয়েন্টগুলোতে ন্যাচারালি (স্বাভাবিকভাবেই) এনসিপি, জামায়াত এবং অন্য দলগুলো একমত হয়েছে।

 

সেক্ষেত্রে সংস্কারের বিষয়, দেশটাকে নতুন করে গড়া, নতুনভাবে বাংলাদেশের রাষ্ট্রকাঠামোকে গড়ে তোলার জন্য যে রাজনীতি, সে রাজনীতির প্রতি যে কমিটমেন্ট সেটাকেই নির্বাচনী রাজনীতিতে জোটের বা সমঝোতার ক্ষেত্রে সবচেয়ে প্রধানতম বিবেচ্য বিষয় হিসেবে এটাকে মূল্যায়ন করছি।

 

এছাড়া, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে যেয়ে কয়েক জন নেতা-নেত্রীর পদত্যাগ বিষয়ে আখতার হোসেন বলেন, “কয়েকজনের পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না। যা কিছু হচ্ছে, তা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই হচ্ছে।”

 

আজ রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার সিএমএম আদালতে দুটি মামলায় জামিন নিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, দলীয় সিদ্ধান্ত ও রাজনৈতিক অবস্থান স্বচ্ছ প্রক্রিয়ায় নির্ধারণ করা হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫