চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত ও শহর এলাকায় সর্বোচ্চ সতর্কতায় ৫৩ বিজিবি
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইংয়ের খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব সিকদারের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত ও শহর এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)।
অপরাধীরা যেন সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত ও শহরাঞ্চলে টহল এবং নজরদারি জোরদার করা হয়েছে। ঘটনার পরপরই বিজিবির পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ শহরে ২টি এবং সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ এলাকায় ১৭টি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে তল্লাশি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি শহর এলাকায় অবস্থিত আরও ২টি চেকপোস্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান, এ ঘটনার সঙ্গে জড়িত অপরাধীরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে, সে জন্য উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুর-এর নির্দেশনায় সব ধরনের কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির এ সতর্কতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫