|
প্রিন্টের সময়কালঃ ২৮ ডিসেম্বর ২০২৫ ০৭:১৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ ডিসেম্বর ২০২৫ ০৬:২৩ অপরাহ্ণ

প্রথম আলো–ডেইলি স্টারে হামলার ঘটনায় আরও ১১ জন গ্রেপ্তার, মোট ২৮


প্রথম আলো–ডেইলি স্টারে হামলার ঘটনায় আরও ১১ জন গ্রেপ্তার, মোট ২৮


রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলোদ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, লুটতরাজ ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ নিয়ে এ ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ২৮ জনে।
 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
 

গ্রেপ্তারকৃতরা হলেন— আব্দুর রহমান (৩০), মো. জান্নাতুল নাঈম, মো. ফয়সাল (২৪), ক্বারী মুয়াজ বিন আব্দুল রহমান (৩৩), জুবায়ের হোসাইন (২১), মো. আলমাস আলী (২৯), জুলফিকার আলী সৌরভ (২২), নিয়াজ মাহমুদ (২৮), মোহাম্মদ মাইনুল ইসলাম (২২), মো. হাসেম (২৬) ও আরাফাত ইয়াসিন (২৯)।
 

ডিবি সূত্র জানায়, ১৮ ডিসেম্বর দিবাগত রাতে কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলোদ্য ডেইলি স্টার কার্যালয়ে একদল উচ্ছৃঙ্খল জনতা ন্যক্কারজনক হামলা চালায়। ঘটনার পর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তে গোয়েন্দা পুলিশ (ডিবি) ধারাবাহিক অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া একই ঘটনায় তেজগাঁও থানা পুলিশ আরও ২ জনকে গ্রেপ্তার করে।
 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫