কুষ্টিয়ায় সংঘর্ষে একজন নিহত, ১০ আহত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ নভেম্বর ২০২৪ ০৬:০৩ অপরাহ্ণ   |   ৪৭৪ বার পঠিত
কুষ্টিয়ায় সংঘর্ষে একজন নিহত, ১০ আহত

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া):-
 

কুষ্টিয়ার মিরপুরে পূর্ববিরোধের জেরে গত রোববার (১০ নভেম্বর) সকালে সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহত তৌহিদ সর্দার (৪৫) নওদা খাদিমপুর গ্রামের বাসিন্দা।
 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চর দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নওদা খাদিমপুর এলাকার গায়েন বংশের সাথে সর্দার বংশের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে আজ সকালে সর্দার বংশের লোকজনের উপর গায়েন বংশের লোকজন হামলা চালায়। এই হামলায় তৌহিদ সর্দারসহ ১০ জন আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে তৌহিদ সর্দার মারা যান।
 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। এছাড়াও, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।