নাটোরের লালপুরে ফসলের মাঠ থেকে কবিরাজের মরদেহ উদ্ধার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ এপ্রিল ২০২৫ ০৫:২৪ অপরাহ্ণ   |   ৪৩০ বার পঠিত
নাটোরের লালপুরে ফসলের মাঠ থেকে কবিরাজের মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি:-


নাটোরের লালপুরে ফসলের মাঠ থেকে মাজেদুল ইসলাম (৫৫) নামে এক কবিরাজের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২০ এপ্রিল) সকালে উপজেলার আব্দুলপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাজেদুল একই এলাকার ইয়ার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাজেদুল একাধিক জনের থেকে ঋণ নিয়ে জুয়া খেলতো। এনিয়ে তার পারিবারিক কলহ চলে আসছিল। ঋণের বোঝা ও পাওনাদারদের চাপ সইতে না পেরে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

এবিষয়ে লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমিনুজ্জামান বলেন, মরদেহের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে।