|
প্রিন্টের সময়কালঃ ২৯ জানুয়ারি ২০২৬ ১১:৩৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ জানুয়ারি ২০২৬ ০৮:৩৫ অপরাহ্ণ

পরিকল্পিত উন্নয়নে পর্যটন ও শিপইয়ার্ডে ইতিবাচক পরিবর্তন সম্ভব: আসলাম চৌধুরী


পরিকল্পিত উন্নয়নে পর্যটন ও শিপইয়ার্ডে ইতিবাচক পরিবর্তন সম্ভব: আসলাম চৌধুরী


কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম):

 


সাগরবেষ্টিত বাঁশবাড়ীয়া পর্যটনের অপার সম্ভাবনাময় এলাকা। পরিকল্পিতভাবে পর্যটন খাতের উন্নয়ন সাধন করা গেলে বাঁশবাড়ীয়া তথা পুরো সীতাকুণ্ডের আর্থ-সামাজিক চিত্র আমূল বদলে যেতে পারে। পর্যটন খাত ব্লু ইকোনমির অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

 

তিনি বলেন, সোনাইছড়িতে অবস্থিত শিপইয়ার্ড ও শিল্পকারখানাগুলো সীতাকুণ্ডসহ জাতীয় অর্থনীতির প্রাণকেন্দ্র। এসব শিল্পে পরিবেশবান্ধব শিল্পনীতি বাস্তবায়ন করা গেলে সীতাকুণ্ড সারাদেশের উন্নয়নের একটি নতুন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।

 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার বাঁশবাড়ীয়ায় এবং বিকেলে সোনাইছড়িতে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

 

গণসংযোগকালে আসলাম চৌধুরী বলেন, কর্মমুখর সীতাকুণ্ড গড়ে তোলাই তার প্রথম লক্ষ্য। শিল্পকারখানায় বিনিয়োগ বাড়ানো গেলে সহজেই বেকারত্ব দূর করা সম্ভব। বেকারত্ব কমলে সামাজিক অপরাধও অনেকাংশে হ্রাস পাবে। একই সঙ্গে পর্যটকদের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা ও নিরাপদ আবাসন নিশ্চিত করা গেলে সীতাকুণ্ড পর্যটন খাতে একটি বিপ্লব ঘটাতে পারবে।

 

বাঁশবাড়ীয়ায় গণসংযোগকালে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী মোহাম্মদ সালাহউদ্দিন, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক গাজী মো. সুজা উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সালামত উল্ল্যাহসহ আবুল বশর ভূঁইয়া, মনসুর মেম্বার, একরাম উল্ল্যাহ নয়ন, মিয়া মোহাম্মদ শাহজাহান, দিদারুল আলম, সালাহউদ্দিন, সেলিম উদ্দিন, নুরুল ইসলাম, নিজাম উদ্দিন, বদর উদ্দিন ও আলাউদ্দিন।

 

এদিকে সোনাইছড়িতে গণসংযোগকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নুরুদ্দিন মো. জাহাঙ্গীর চেয়ারম্যান, সদস্য সচিব গিয়াসুল মাহমুদ চৌধুরী তসলিম, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী ও মোমিন উদ্দিন মিন্টু প্রমুখ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬