তৃতীয় দিনে আরও শহরে ছড়াল ইরানের বিক্ষোভ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ জানুয়ারি ২০২৬ ১২:১৯ অপরাহ্ণ   |   ৩৬ বার পঠিত
তৃতীয় দিনে আরও শহরে ছড়াল ইরানের বিক্ষোভ

ব্যাপক মুদ্রাস্ফীতি ও মুদ্রার মূল্য চরমভাবে পতনের প্রতিবাদে ইরানে শুরু হওয়া বিক্ষোভ ও ধর্মঘট তৃতীয় দিনে রাজধানী তেহরান ছাড়িয়ে দেশের আরও কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে। গতকাল বুধবার কারাজ, হামেদান, কেশম, মালার্দ, ইসপাহান, কেরমানশাহ, শিরাজ ও ইয়াজদে বিক্ষোভের খবর পাওয়া গেছে।
 

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বিভিন্ন স্থানে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
 

এর আগে গত রোববার তেহরানের খোলাবাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানের রিয়ালের মূল্য ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। এর পরপরই দোকানিরা বিক্ষোভ ও ধর্মঘট শুরু করেন, যা ধীরে ধীরে দেশব্যাপী রূপ নেয়।
 

ইরান সরকার জানিয়েছে, তারা বিক্ষোভকারীদের দাবির বিষয়টি স্বীকার করছে। সরকার পক্ষের ভাষ্য অনুযায়ী, কঠিন পরিস্থিতির মধ্যেও বিক্ষোভকারীদের বক্তব্য ধৈর্যের সঙ্গে শোনা হবে।
 

এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভে যোগ দিয়েছেন। তারা সরকারবিরোধী নানা স্লোগান দিচ্ছেন।