ওসমান হাদির জানাজায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে হাজারো মানুষের ঢল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ ডিসেম্বর ২০২৫ ০২:০০ অপরাহ্ণ   |   ১৭ বার পঠিত
ওসমান হাদির জানাজায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে হাজারো মানুষের ঢল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির জানাজায় অংশ নিতে রাজধানীর জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে হাজারো মানুষ জড়ো হয়েছেন। শনিবার সকাল থেকেই বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের অংশগ্রহণে একের পর এক মিছিল এসে সমবেত হয় সেখানে।
 

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, মিছিল থেকে ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’ এবং ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’—এমন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। জানাজাকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
 

জানাজা উপলক্ষে সংসদ ভবন এলাকা ও আশপাশে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, র‌্যাব ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন।
 

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, জানাজাকে কেন্দ্র করে প্রায় এক হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ডিএমপি কমিশনারের নির্দেশনায় পুরো এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
 

নিরাপত্তার স্বার্থে মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রবেশের প্রতিটি পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। অংশগ্রহণকারীদের কোনো ব্যাগ বা ভারী বস্তু নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি পুরো এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
 

বিপুল জনসমাগম ও শৃঙ্খলা বজায় রাখতে সকাল ১০টা থেকে খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। ট্রাফিক পুলিশ সাধারণ যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে।
 

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে শরিফ ওসমান বিন হাদিকে দুর্বৃত্তরা মাথায় গুলি করে। তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন।
 

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি মারা যান।