চট্টগ্রাম-১১ আসনে মনোনয়নপত্র দাখিল শেষ, একাধিক দলের প্রার্থীদের অংশগ্রহণ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ ডিসেম্বর ২০২৫ ০৭:৪১ অপরাহ্ণ   |   ৩১ বার পঠিত
চট্টগ্রাম-১১ আসনে মনোনয়নপত্র দাখিল শেষ, একাধিক দলের প্রার্থীদের অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১১ (বন্দর–ইপিজেড–পতেঙ্গা) আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত নির্ধারিত সময়ে প্রার্থীরা চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে স্ব স্ব দলের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা মো. বেলায়েত হোসেন চৌধুরীর কাছে দুপুরে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিল শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গত ১৭ বছর ধরে দেশের মানুষ নানা ত্যাগ স্বীকার করেছেন। যারা জীবন দিয়েছেন, গুম-খুন, মিথ্যা মামলা ও চাকরি হারানোর শিকার হয়েছেন—সেই ত্যাগের বিনিময়েই আজ জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছে।

এদিন দুপুরের আগে জামায়াতে ইসলামীর প্রার্থী আলহাজ্ব শফিউল আলম মনোনয়নপত্র দাখিল করেন। পরে এনসিপির পদ্মফুল প্রতীকের এক প্রার্থী, আমার বাংলাদেশ (এবি) পার্টির রাকিব উদ্দিন রাকিন (ঈগল প্রতীক), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলহাজ্ব মো. নূর উদ্দিন (হাতপাখা প্রতীক) এবং নাগরিক অধিকার আন্দোলনের তরুণ প্রার্থী মো. নেজাম উদ্দিন আকাশ (ট্রাক প্রতীক) দিনের শেষ মুহূর্তে মনোনয়নপত্র জমা দেন।

এছাড়া নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইসলামিক ফ্রন্টের পক্ষ থেকেও একজন প্রার্থী এ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন।

সব প্রস্তুতি সুষ্ঠুভাবে সম্পন্ন হলে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ চট্টগ্রাম-১১ আসনে দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে প্রার্থীরা আশাবাদ ব্যক্ত করেন।